আবারো শান্তিপুর পৌরসভার কড়া পদক্ষেপ।

0
224

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো শান্তিপুর পৌরসভার কড়া পদক্ষেপ। ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ সহ প্লাস্টিকের বিভিন্ন দ্রব্যের উপর। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ক্যারিব্যাগ সহ প্লাস্টিকের দ্রব্য বাজেয়াপ্ত করল শান্তিপুর পৌরসভা। এছাড়াও বেশ কিছু ব্যবসায়ীকে জরিমানাও করে শান্তিপুর পৌরসভা। উল্লেখ্য গত একলা বৈশাখ থেকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ সহ প্লাস্টিকের যে কোন দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপরও গোটা শান্তিপুর শহর এলাকায় সচেতনতা প্রচার অভিযান চালায় শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে। কিন্তু কার্যতো শান্তিপুর পৌরসভার নির্দেশকে অমান্য করে শান্তিপুরের বিভিন্ন এলাকায় অবাধে চলছিল প্লাস্টিকের ক্যারিব্যাগ সহ প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য ব্যবহার। আর তারই একের পর এক গোপন সূত্রে খবর পেতে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করে শান্তিপুর পৌরসভা। মঙ্গলবার শান্তিপুরের বিভিন্ন খোলা বাজার থেকে শুরু করে মিষ্টির দোকান, ফলের দোকান ও অন্যান্য সরঞ্জামের দোকানে গিয়ে হানা দেয় শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। এরপর ৭৫ মাইক্রোনের নিচে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ক্যারিবাগ সহ প্লাস্টিকের অন্যান্য দ্রব্য বাজেয়াপ্ত করে, পাশাপাশি ৭৫ মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ ব্যবহার করার অপরাধে একাধিক ব্যবসায়ীকে জরিমানাও করে শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। পৌরসভার আধিকারিকরা জানান, এখনো যে সকল ব্যবসায়ীরা নির্দেশকে অমান্য করে ৭৫ মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারিব্যাগ সহ অন্যান্য দ্রব্য ব্যবহার করছেন তারা সংযত হন, না হলে আগামী দিনে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করবে শান্তিপুর পৌরসভা। যদিও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও এই অভিযান চালায় শান্তিপুর পৌরসভার আধিকারিকরা। যদিও একাংশ ব্যবসায়ীদের অভিযোগ, মূলত যে সমস্ত জায়গা থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ গুলি উৎপাদন হয় সেগুলিকে অবিলম্বে বন্ধ করার উদ্যোগ নিক শান্তিপুর পৌরসভা, না হলে এভাবেই প্লাস্টিকের ক্যারি ব্যাগ অবাধে ব্যবহার হতে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here