এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিলতা দাসের বিরুদ্ধে অনস্থা।

0
137


পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কিছু দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিলতা দাসের বিরুদ্ধে স্থানীয় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে। সেই সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে কাজ না করেও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের স্বামী তথা ব্লকের কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা প্রভুপদ দাসের বিরুদ্ধে। তিনি পঞ্চায়েতের প্রীতিনিধি না হয়েও কি করে দিনের পর দিন সিন্ডিকেট কায়েম করেছেন! সেই বিষয়ে একাধিক প্রশ্ন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকে ছিল পঞ্চায়েত সদস্যরা। সেই ঘটনার পরিপেক্ষিতে মঙ্গলবার তৃণমূল পরিচালিত সাহাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে অপরগোষ্ঠীর সদস্যেরা। এদিন ১৪ জনের মধ্যে উপ-প্রধান সহ নির্দল ও বিজেপির পঞ্চায়েত সদস্য মিলে মোট আট জন একক সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করে। তবে প্রধান-সহ বাকি ছ’জন পঞ্চায়েত সদস্য কিন্তু ব্রাত্য ছিল। এলাকায় ব্যাপক উত্তেজনা হওয়ার সম্ভনার কথা ভেবে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পঞ্চায়েত অফিসের চারদিকে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি মোতায়েন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here