পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র দীঘা,শঙ্করপুর,তাজপুরে ব্যাপক জলোচ্ছ্বাস। পূর্ণিমার কোটালের টানে জলোচ্ছ্বাস। দিঘাতে গাড়োয়াল টোপকে জল মেরিন ড্রাইভে ডুকছে সমুদ্রের ঢেউ। ১০ থেকে ১৫ ফিট উচ্চতার ঢেউ গাড়োয়াল ডুবকে ডুকছে সমুদ্রের ঢেউ। রাস্তার উপর জল জমেছে। পর্যটকেরা জলোচ্ছ্বাসের আনন্দে মেতে উঠেছে। অপরদিকে জ্যামরা শ্যামপুর তাজপুর শংকরপুরে বেশ কিছু গ্রাম্য এলাকায় জল ঢুকেছে। তবে এই মনোরম সমুদ্রের দৃশ্য উপভোগ করতে কার জুতো ভিড় জমিয়েছে দীঘা,শঙ্করপুর ও তাজপুরে, তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কর্মরত লুনিয়ারা সর্বদাই তৎপর।
পূর্ণিমার কোটালের টানে জলোচ্ছ্বাস দিঘা,শংকরপুর ও তাজপুরে, ভিড় পর্যটকদের।

Leave a Reply