বানেশ্বরঃ আবারও কচ্ছপের মৃত দেহ উদ্ধার কোচবিহারের বানেশ্বর শিবমন্দির সংলগ্ন পুকুরে। এদিন বানেশ্বরের ঐতিহ্যবাহী শিব দিঘি সংলগ্ন এলাকায় একটি কচ্ছপকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়রাই এরপর মৃত কচ্ছপটিকে উদ্ধার করেন। বানেশ্বর এর শিব দিঘি সহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই এভাবে কচ্ছপের মৃত্যুকে ঘিরে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। একটি কচ্ছপকে শিব দিঘিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। এলাকায় কেন বারে বারে এভাবে কচ্ছপের মৃত্যু হচ্ছে তা নিয়ে প্রশাসনিক উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এদিন ওই মৃত কচ্ছপটিকে উদ্ধার করে সেটিকে ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। তারপরেই এই কচ্ছপের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তারা। তবে বার বার এভাবে কচ্ছপের মৃত্যুর ঘটনায় শোরগোল পরে গিয়েছে।
আবারও কচ্ছপের মৃত দেহ উদ্ধার কোচবিহারের বানেশ্বর শিবমন্দির সংলগ্ন পুকুরে, চাঞ্চল্য।

Leave a Reply