জেলা প্রশাসনের উদ্যোগে বনমহোৎসব পালন।

0
350

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  অরণ্যের সবুজোদয়, সৃষ্টি ভোরের সূর্যোদয় – এই অঙ্গীকারকে সামনে রেখে বনমহোৎসবের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর বন বিভাগ ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে পটাশপুরে আয়োজিত হয় বনমহোৎসব অনুষ্ঠান। এ দিন বনমহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝী, জেলার বনাধিকারী অনুপম খাঁ, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, জেলার সহকারী সভাধিপতি শেখ সুপিয়ান, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস, পটাশপুর- ১ ব্লকের বিডিও পারিজাত রায়, পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পিজুস পন্ডা প্রমুখ। এই দিন বনমহোৎসব অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সবুজশ্রী প্রকল্পে চারাগাছ তুলে দিচ্ছেন। সাতদিন ব্যাপী অর্থাৎ ১৪- ২০ জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালিত হবে। তাই অনেক গাছ লাগাতে হবে। অরণ্য আমাদের খুবই প্রয়োজন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করবে গাছ। পাশাপাশি মানুষের জীবন বাঁচাবে গাছ। পশ্চিমবঙ্গে আরও বনাঞ্চল বাড়াতে হবে। এ দিনের বনমহোৎসব অনুষ্ঠানে কয়েক হাজার চারাগাছ তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here