স্থায়ী নদী বাঁধ না নির্মাণ হওয়ায় মথুরী গ্রামে ঢুকলো রূপনারায়ন নদীর জল,ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।

0
334

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্থায়ী নদী বাঁধ না নির্মাণ হওযার কারণে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের মথুরী গ্রামে রূপনারায়ন নদীর জল ঢুকলো গ্রামে। সমস্যায় মানুষজন। রূপনারায়নের জোয়ারের জল ঢুকে যায় বেশ কয়েকটা বাড়িতে। ফলে রান্নাঘর থেকে শুরু করে বিছানা সবই জলমগ্ন। এলাকার মানুষ কয়েকমাস আগে তমলুক- কোলাঘাট সড়কের মথুরী হাইস্কুল এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বান্দ নির্মাণের দাবি নিয়ে। এই অবরোধের ফলে ছুটে আসেন বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা, কিন্তু প্রতিশ্রুতিই সার। স্থায়ী নদিবান্ধ নির্মাণ না হওয়ায় আবার ও কটালের ফলে জোয়ারের জল ঢুকলো কয়েকটি বাড়িতে। এই সমস্যার মাঝে ভোট বয়কটের ডাক দিলো এলাকাবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here