১৩ জন শহীদের নামকরণ অনুযায়ী ১৩ টি মেহগনি গাছ লাগালো জেলা তৃণমূল কিষান খেতমজুর সেল।

0
153

আবদুল হাই, বাঁকুড়াঃ সালটা ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। ২১শে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সামিল হন যুব কংগ্রেস কর্মীরা। অভিযোগ, সেই সময়ে গুলি চালানো হয় তাঁদের মিছিলে। তাতে মৃত্যু হয় ১৩ জনের। তারপর থেকে শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি । ধর্মতলায় প্রকাশ্য জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে একুশে জুলাই এর আগেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার ওই ১৩ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের সরবেড়িয়াতে জেলা তৃণমূল কিষাণ খেদমজুর সেলের উদ্যোগে ওই ১৩ জন শহীদের নামকরণ অনুযায়ী 13 টি মেহগনি গাছ লাগান জেলা তৃণমূল কিষান খেতমজুর সেলের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূল সহ-সভাপতি স্বপন মন্ডল, ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কুন্ড, স্পোটস্ সেলের সভাপতি বিধান দত্ত সহ অঞ্চল প্রধান, বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here