বাল্যবিবাহ প্রতিরোধ,সাইবার ক্রাইম সচেতনতা ও সেভ লাইফ সেভ ড্রাইভ এর প্রচারে রাজখামার হাই স্কুল।

0
280

আবদুল হাই, বাঁকুড়াঃ সভ্যতার প্রথম দিক থেকে ই বাল্যবিবাহ, একাধিক বিবাহের মতো প্রথাগুলি প্রচলন ছিল অত্যাধিক যদিও আধুনিক সভ্যতায় বাল্যবিবাহ একটি আইনযোগ্য অপরাধ কিন্তু তবুও মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসে বাল্যবিবাহের মতো কুপ্রথা। বাল্যবিবাহের বন্ধের জন্য আছে সরকারি আইন, নির্দিষ্ট করে দেয়া হয়েছে ছেলে মেয়েদের বিবাহের বয়স কিন্তু তার শর্তেও সমাজ থেকে দূর হয়নি বাল্যবিবাহের মত অপরাধ জনক একটি কাজ। জেনে বুঝে এখনো বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পরিবারের কন্যা দায়গস্ত পিতা কন্যা দায়ী থেকে মুক্তি পেতে বাল্যবিবাহের মত অপরাধজনক কাজে লিপ্ত হয়ে যায়।
আইন দিয়ে সব সময় সব কাজ হাসিল করা যায় না একথা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন সমাজের সর্বস্তরের মানুষ অর্থাৎ চায় প্রচার আর সেই কাজটাই আজ করলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের রাজখামার হাই স্কুল, সাথে সাথে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা এবং সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা চালালেন স্কুল কর্তৃপক্ষ।ইন্দাস থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় আজকের এই কর্মসূচি। আজকের এই বিশেষ শিবিরে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here