এক হদ্দ বোকা মেয়ে : ডঃ অশোকা রায়।

0
546

ছোটবেলায় একজন বলেছিল, তুই বোকা, বোকা একটা হদ্দ বোকা মেয়ে।
তোর পুতুলটা ছিনিয়ে নিয়ে গেল, তুই কিচ্ছু টি বলতে পারলি নে?
কথাটা বলেছিল আমার মা,
যে আজ ভিন আকাশের তারা।
মা ছাড়া মেয়েকে ভালো বুঝবে কে আর!
এরপরে অনেক বার দুয়ো দিয়েছে অনেক জনা।
বুক ফেটেছে কষ্ট পাইনি।
কারণ ততদিনে আমি বুঝে গেছি, আমি হদ্দ বোকা।
জানো, বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এতে।
তাপ উত্তাপ না নিয়েখেলে গেছি অবলীলায়
তিরিশের এক্কাদোক্কা খেলা।
ঘুঁটিটা যে কতবার ভুল ঘরে পড়েছে,
শুনতে হয়েছে ও বোকা, হদ্দ বোকা।
আজ এই মেঘ- বেলায় যখন দ্বিতীয় বার আমার সাধের পুতুল কেউ ছিনিয়ে নিল,
আমি কাঁদলাম না,
এতদিন অন্যে বলত,
এবার নিজেকে নিজে বললাম, তুই বোকা, বোকা
এক হদ্দ বোকা।
তাই তো জীবনটা এমন ভোঁকাট্টা ঘুড়ি,
দ্যাখ না কেমন লাট খেতে হচ্ছে,
কোথায় যে গোঁত্তা খেয়ে পড়ব কে জানে!
হ্যাঁ আমি এই প্রথম বার নিজেকে বললাম, আমি বোকার বোকা, হদ্দ বোকা।
রাতের জানলায় এক তারা,
চোখের কোণে জল,
খুকি , চলে আয় আমার কাছে..
ফসল কাটা শেষে আকন্দ ধুঁধুঁলে ভরা জীবনের মাঠ ছেড়ে আহ্লাদে ভেসে যাই রেশম নরম আকাশে।
প্রেম- ভালোবাসা কে বন্ধক রেখে নক্ষত্রের কাছে।
10/7/2022
5: 27 পি এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here