মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ আর এই করোনা সংক্রমণ যাতে আর মহামারীর আকার না নিতে পারে তার জন্য তৎপরতা গ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌর এবং ব্লক প্রশাসন। কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটকের নির্দেশ মোতাবেক কান্দি পৌরসভা ভবনে কোভিড কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে কোন করোনা আক্রান্ত রোগী বা রোগীর পরিবার ২৪ ঘন্টা পরিসেবা পাবে, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সহ নানান পরিষেবা দেয়া হবে এই কন্ট্রোল রুম থেকে বলে জানিয়েছেন কান্দি পৌরসভার পৌর পিতার জয়দেবঘটক। অন্যদিকে কান্দি ব্লক প্রশাসনের উদ্যোগে কান্দি ব্লকের বিভিন্ন জায়গায় মাইকিং এবং সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং ঘনঘন স্যানিটাইজার ব্যবহার এবং জনসম্মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হচ্ছে সাধারণ মানুষকে, পাশাপাশি যাদের করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নেওয়া বাকি আছে তাদের অতি দ্রুত ব্লক প্রশাসনের উদ্যোগে করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেয়া হচ্ছে এবং নানান পদক্ষেপ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের উদ্যোগে বলে জানিয়েছেন কান্দি সমষ্টি উন্নয়ন আধিকারিক রমণ ভট্ট। কান্দি পৌর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে করোনা সংক্রমণ নিয়ে এই পদক্ষেপে খুশি কান্দির আপামর জনসাধারণ।
করোনা সংক্রমণ বাড়তে থাকাই তৎপর কান্দি পৌর এবং ব্লক প্রশাসন।

Leave a Reply