বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছু দিনে কিছু দিবস পালিত হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। বিশ্বের পালনীয় সেই সমস্ত দিবসগুলির মধ্যে একটি হল ‘আন্তর্জাতিক দাবা দিবস’। সমগ্র বিশ্ব জুড়ে ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় দাবা খেলার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে। তাই আজ আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে বীরভূম জেলার সদাইপুর থানার অন্তর্গত বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় ও অল বীরভূম ডিস্ট্রিক্ট চেজ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের সভাকক্ষে দাবা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হল। এদিন মোট ৫০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। এদিন উপস্থিত ছিলেন বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হাসান, রামপুরহাট সাব ডিভিসনের চেজ এসোসিয়েশনের সেক্রেটারী সেখ বদরুদ্দোজা সহ অন্যান্য শিক্ষকগণ।
আন্তর্জাতিক দাবা দিবসে ছাত্রছাত্রীদের নিয়ে দাবা প্রশিক্ষণ কর্মশালা।

Leave a Reply