শুকনো রুটি হাতে পার্থ মানিক মেধা চোর স্লোগান তুলে মিছিল।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ শিক্ষাক্ষেত্রে দূর্ণীতির খবরে যখন উত্তাল রাজ্য, তখন অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো শহর বাঁকুড়া। বৃহস্পতিবার শুকনো রুটি হাতে ‘পার্থ মানিক মেধা চোর’ স্লোগান তুলে মিছিল, পথ অবরোধ ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচীতে অংশ নিলেন ২০১৪ প্রাইমারী টেট উর্ত্তীর্ণ নট ইনক্লুডেড ক্যাণ্ডিডেট একতা মঞ্চের সদস্যরা। এদিন ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া শহরের ভৈরব স্থান থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন সহযোগে মিছিল করে আসার পথে তামলিবাঁধ বাসস্ট্যাণ্ডে রাস্তার উপর বসে পড়েন। ফলে প্রায় পনের মিনিট বাঁকুড়া শহরে প্রবেশের মূল পথ অবরুদ্ধ হয়ে পড়েন। আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

২০১৪ প্রাইমারী টেট উর্ত্তীর্ণ নট ইনক্লুডেড ক্যাণ্ডিডেট একতা মঞ্চের সদস্যদের অভিযোগ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয় ‘দূর্ণীতির আঁতুড় ঘর’। এখন সবকিছু জলের মতো পরিস্কার, মেধা নয়, অর্থের বিনিময়ে প্রাথমিকে নিয়োগ হয়েছে। আর তাই ‘সাদা খাতা জমা’ দিয়েই ‘অযোগ্য’রা চাকরী পেয়েছেন।প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্টে’র বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকাই বলে দিচ্ছে কিভাবে নিয়োগে দূর্ণীতি হয়েছে বলে তারা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *