ঝাড়গ্রাম জেলা জুড়ে বেপরোয়া হাতির তাণ্ডব ,ভাঙলো একাধিক বাড়ি, বিদ্যালয়ে ঢুকে মিড ডে মিলের চাল খেলো হাতির দল।

0
302

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- বৃহস্পতিবার দিনভর ঝাড়গ্রাম জেলা জুড়ে বেপরোয়া ভাবে হাতির দল তান্ডব চালায়। যার ফলে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। বৃহস্পতিবার হাতির দল তান্ডব চালিয়ে যেমন একাধিক মাটির বাড়ি ভেঙে দিয়েছে তেমনি কয়েকটি এলাকায় বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে বিদ্যালয়ের ভিতরে ঢুকে মিড ডে মিলের চালের বস্তা রাস্তায় এনে খেয়ে তাণ্ডব চালিয়েছে। মিড ডে মিলের চাল হাতির দল খেয়ে ফেলায় বৃহস্পতিবার ওই বিদ্যালয় গুলির প্রধান শিক্ষকগণ চিন্তায় পড়েন। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি, আউলীগেড়িয়া, জারুলিয়া, বিরিহান্ডি, শিমুল ডাঙ্গা, শিমলি, মানিকপাড়া ,নয়াগ্রাম ব্লকের তপবন, কলমা পুকুরিয়া, বালিমুন্ডি, জাম্বনি ব্লকের ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালায় হাতির দল। সেই সঙ্গে লালগড় থানার বিভিন্ন এলাকায় হাতির দল ঢুকে বাড়ি ভাঙচুরের পাশাপাশি সবজি চাষেরও ব্যাপক ক্ষতি করে ।এছাড়াও বিনপুর ও বেলপাহাড়ি থানার বেশ কয়েকটি এলাকায় হাতির দল বৃহস্পতিবার তাণ্ডব চালায়। যেভাবে বৃহস্পতিবার তাণ্ডব চালিয়েছে হাতির দল তাতে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে । বিভিন্ন সময় রাস্তার উপর হাতি চলে আসায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে ।জঙ্গলের ভিতরে গিয়ে পাতা তুলতে ও ছাতু কুড়াতেও নিষেধ করা হয়েছে।সেই সঙ্গে হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। যেভাবে হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালে ঢুকে পড়ছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা । সেই সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে তছনছ করছে হাতির দল। যার ফলে বিদ্যালয় গুলিতে মিড ডে মিলের চাল রাখা নিয়ে সংশয় দেখা দিয়েছে । হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।কিন্তু হাতির দল যেখানেই ছিল সেখানেই রয়েছে অন্য কোথাও সরছে না। ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা এলাকায় একটি মা হাতি সন্তান প্রসব করেছে। সেই মা হাতি ও তার সন্তানকে ঘিরে রেখেছে কয়েকটি হাতি। যার ফলে বালিভাষা এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে হাতি সন্তান প্রসব করলে বেশ কয়েকদিন সেই এলাকায় থাকে। তাই ওই হাতির দলটি বালিভাষা এলাকায় আরো কয়েকদিন থাকবে। তাই বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here