শুরু হলো ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২২ এর শিক্ষক শিক্ষিকা দের প্রশিক্ষণ কর্মশালা।

0
384

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুরু হলো ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ২০২২ এর শিক্ষক শিক্ষিকা দের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় মারওয়ারি বালিকা বিদ্যালয়ে । সাতটি ব্লকের মোট ৩০ টি বাংলা, হিন্দি ও ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা অংশগ্রহণ করেন এই কর্মশালায়। জেলা Coordinator শ্রী গৌতম মাহাতো জানান যে এই বছরের মুখ্য বিষয় “স্বাস্থ্য ও কল্যাণমুখী জীবনচর্চার জন্য বাস্তুতন্ত্রকে সঠিকভাবে জানা ও বোঝা” এই বিষয়ের ওপর ছাত্র ছাত্রীরা নিজনিজ এলাকায় স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে বিজ্ঞানসম্মত ভাবে সমাধানের উপায় বের করে প্রকল্প তৈরি করবে। তাদের প্রকল্প তৈরি করতে সহযোগিতা করবেন এই প্রশিক্ষক/প্রশিক্ষকারা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান অথিতি জলপাইগুড়ি মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী বালিকা গোলে, মারওয়ারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী লক্ষ্মী বাগচী, সায়েন্স ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত সহ প্রফেসর আকাশ চৌধুরী, দিলীপ হোর, আশীষ ব্যানার্জী, সুবীর সরকার, প্রদ্যুৎ রায়, প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here