ঝড়খালিতে বনদফতরের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস।

0
276

সুভাষ চন্দ্র দাশ,ঝড়খালি – দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের উদ্যোগে শুক্রবার ঝড়খালিতে পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা বনবিভাগের অধিকর্তা মিলন কান্তি মন্ডল,সুন্দরবন জীব পরিমন্ডল অধিকর্তা অজয় দাস,দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের সহ অধিকর্তা অনুরাগ চৌধুরী, ডঃ আশুতোষ মিশ্র,বাসন্তীর বিডিও সৌগত সাহা,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর সহ এলাকার স্থানীয় বাসিন্দা,স্কুল ছাত্র-ছাত্রীরা ।
উল্লেখ্য সুন্দরবন জঙ্গলে বাঘ ছাড়া যেমন অন্য কিছুই বোঝায় না ঠিক তেমনই বাঘ কে বাঁচানোর তাগিদে জঙ্গল লাগোয়া সুন্দরবন বাসী সহ প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বাসিন্দাদের কর্তব্য ও কি করনীয় সেই সম্পর্কিত আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে।স্থানীয় বাাসিন্দার যাতে বনদফতরের সাথে সর্বদা সহযোগিতা করেন তার আবেদনও করেন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here