অর্পিতা নামক ভুয়ো সংস্থায় প্রতারণার অভিযোগ,চিন্তায় পাঁশকুড়ার এক ব্যক্তি।

0
223

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ও একাধিক ভুয়ো সংস্থার সাথে অর্পিতার জড়িয়ে থাকা নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি ঠিক তখনই পূর্ব মেদিনীপুর এর পাঁশকুড়া থেকে উঠে এলো RBI র লোন পাইয়ে দেওয়ার নামে অর্পিতা নামক অজ্ঞাত মহিলার ৭২ হাজার টাকা প্রতারণার অভিযোগ,তবে এই অর্পিতা -অর্পিতা মুখোপাধ্যায় নয় তো!! চিন্তায় প্রতারিত ব্যক্তি,জানা গেছে কয়েকমাস আগে একটি বেসরকারি কোম্পানির মারফত RBI থেকে ১৫ লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে পাঁশকুড়ার পশ্চিম চিল্কা এলাকার বাসিন্দা শ্রীকান্ত বেরার মোবাইলে ফোন আসে। ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় লোন পেতে আগ্রহী হন শ্রীকান্ত বাবু। এরপর তাকে সব ডকুমেন্ট রেডি করতে বলা হয়। অর্পিতা নামে এক মহিলা কোম্পানির তরফে কথাবার্তা বলেন। এরপর শ্রীকান্ত বাবুর দোকানে এক ব্যক্তিকে সংস্থার লোক পরিচয়ে পাঠানো হয় ও শ্রীকান্ত বাবুর সমস্তরকম ডকুমেন্ট সংগ্রহ করে। ফোনে অর্পিতা জানান ড্রাফট রেডি আছেন খুব শীঘ্রই লোনের টাকা শ্রীকান্তবাবুর একাউন্টে ঢুকে যাবে। এরপর স্থানীয় ব্যাংকে ড্রাফট পাঠানোর কথা বলে বিভিন্ন অজুহাতে শ্রীকান্ত বাবুকে হাজার হাজার টাকা পাঠাতে বলা হয়। সব মিলিয়ে ৭২ হাজার টাকা পাঠান তিনি। এরপর নানান অজুহাতে দিনের পর দিন শ্রীকান্ত বাবুর একাউন্টে টাকা চলে যাবে বলে জানান অর্পিতা নামক ওই মহিলা। মাসের পর মাস অপেক্ষা করেও লোন এমাউন্ট টাকা একাউন্টে না পেয়ে টাকা ফেরৎ দিতে বললে তারপর থেকে আর ফোন ধরেননি অর্পিতা নামক ওই মহিলা। অবশেষে শ্রীকান্ত বাবু বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার। সম্প্রতি অর্পিতা মুখোপাধ্যায় এর ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার ও বিভিন্ন ভুয়ো কোম্পানির সাথে অর্পিতা যুক্ত জানার পর চিন্তিত শ্রীকান্ত বাবু। ফোনে দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়া অর্পিতা এই অর্পিতা মুখোপাধ্যায় নয় তো ???
সংবাদমাধ্যমের দ্বারস্থ শ্রীকান্ত বাবু। সেখানেই বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। তবে এইসব সাইবার ক্রাইম নিয়ে বহুবার প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here