গ্রামীণ বাংলায় ভরা বর্ষায় মাঠের মাঝে ক্রিকেট খেলার পিচ তৈরিতে মজেছে কচিকাঁচারা।

0
374

আবদুল হাই, বাঁকুড়াঃ– আবহাওয়া দেখে বোঝার উপায় নেই এটি গ্রীষ্মকাল না বর্ষাকাল!
আষাঢ় শ্রাবণ মাসে ভরা বর্ষায় সারাদিন ধরে মেঘের লুকোচুরি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি আবার কখনো বা ঝিরঝির বৃষ্টির চিরাচরিত সেই পরিবেশ উধাও প্রাকৃতিক বদ খামখালি পনায়। গ্রীষ্মকালের মতো চড়া রোদ্দুর আর উৎকট গরমে নাজাহাল দক্ষিণবঙ্গবাসী।
যখন মাঠঘাট জলে থৈথৈ হওয়ার কথা এবং চাষী মহল সকাল থেকে সন্ধ্যা মাঠে ধান রোপনের কাজে ব্যস্ত থাকার কথা তখন আকাশের দিকে তাকিয়ে সকাল থেকে সন্ধ্যা শুধুই হা-পিত্তেস্ একটু বৃষ্টির জন্য।
আপনারা কখনো কি দেখেছেন বা শুনেছেন ভরা বর্ষায় মাঠের মাঝে ক্রিকেট খেলা? আর সেই ক্রিকেট পিচ তৈরির চিত্র ওঠে এলো আমাদের সাংবাদিক আবদুল হাই এর ক্যামেরায়।চরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেও কচিকাঁচারা ক্রিকেট খেলার জন্য মাঠের মাঝে পিচ তৈরিতে নেমে পড়েছে হৈ হৈ করে আর এমনই চিত্র উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুমরুল শেখপুকুর এলাকায়।
ভরা বর্ষায় যখন চারিদিকে প্যাচপ্যাচে কাঁদাই মাখামাখি হয় পা তখন চড়া রোদ্দুরে খটখটে মাটিতে কোদাল চালিয়ে কচিকাঁচারা ব্যস্ত পিচ তৈরিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here