দীর্ঘ তিন বছর পার হলেও রেলের আন্ডারপাসের কাজ এখনো সমাপ্ত হয়নি।

0
207

নিজস্ব সংবাদদাতা, মালদা:- দীর্ঘ তিন বছর পার হলেও রেলের আন্ডারপাসের কাজ এখনো সমাপ্ত হয়নি। চরম হয় হয়রানির শিকার হতে হচ্ছে মানুষদের। মেডিকেল কলেজ যেতে হলে তাদের ওভারব্রিজের উপর দিয়ে ঘুর পথে তাদের যেতে হচ্ছে ।যার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে । স্থানীয় এলাকাবাসীর লক্ষণ ঘোষ জানান আমরা 2019 সাল থেকে এই সমস্যার মধ্যে রয়েছি। আজকে এই সমস্যার জন্য মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে যাতায়াতের ক্ষেত্রে চরম হয়রানির শিকার হতে হচ্ছে । রেল গেটের এই অবস্থার জন্য রেললাইন পারাপার করতে গিয়ে ৭ থেকে ৮ জন মানুষের মৃত্যু হয়েছে। মিল্কি ,শোভানগর ,মানিকচক, এলাকা সহ আমাদের এখানে দুই তিনটি ওয়ার্ডের মানুষদের চলাফেরা করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। জরুরি ভিত্তিতে কোন রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে গেলে ওভার ব্রিজের উপর দিয়ে ঘুর পথে যেতে হচ্ছে ।রেল দপ্তর যখন এই কাজটা শুরু করেছিল তখন বলেছিল এক বছর মধ্যে এই কাজটা সম্পূর্ণ করে দেবে বলেছিল। কিন্তু আজকে তিন বছর হতে চলল এখনো সেই কাজটা সম্পূর্ণ করতে পারল না। রেলের এ কাজের প্রতি আমরা সন্তুষ্ট নয় যদিও রেল বলেছে ১৫ই আগস্ট এই রাস্তা খুলে দেওয়া হবে এবং সম্পূর্ণভাবে ১৫ সেপ্টেম্বর এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে । কিন্তু আমাদের যা কাজ দেখছি তাতে আমাদের বিশ্বাস হয়না । মালদা রেলওয়ে ডিভিশনে আমরা বহুবার রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেছি এবং তাদের আমাদের এই সমস্যার কথা বলেছি কিন্তু সেটাও এই সমস্যা আমাদের মিটেনি। তাই আমরা এই রেল কাজ যদি অবিলম্বে সম্পূর্ণ না হয় তাহলে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেব । এই বিষয়ে মালদা রেলওয়ে ডিভিশনের DRM যতীন্দ্র কুমার জানান রথবাড়ি আন্ডার পাস সাবয়ের কাজ খুব দ্রুত শেষ হবে । আমরা খুব দ্রুত মানুষের চলাফেরার জন্য রাস্তা খুলে দিব। তবে তার cover সাইডের কাজ চালু থাকবে। আমাদের ইঞ্জিনিয়াররা এ বিষয়ে যথেষ্ট লেগে রয়েছেন। আশা করা যায়, দুর্গাপুজোর আগেই আমরা আপাতত মানুষের চলাফেরার জন্য রাস্তাটি খুলে দেবো। তবে আমাদের কভার সাইটডের এর পাশাপাশিও চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here