বন্যপ্রাণ হত্যা এবং চোরাশিকারীদের রুখতে ঢেলে সাজানো হচ্ছে স্পেশাল ট্যাক্সফোর্সকে, জলপাইগুড়িতে বললেন বন মন্ত্রী।

0
340

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বন্যপ্রাণ হত্যা এবং চোরাশিকারীদের রুখতে ঢেলে সাজানো হচ্ছে স্পেশাল ট্যাক্সফোর্সকে, জলপাইগুড়িতে বললেন বন মন্ত্রী।

শনিবার জলপাইগুড়িতে রাজ্যের বন মন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, উত্তরবঙ্গে ওয়াইল্ড লাইফ ক্র্যাইম কন্ট্রোল করার জন্য বন দপ্তরের যে বিশেষ ট্যাক্সফোর্স তাকে আরো বড় এবং শক্তিশালী করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য দুটি ট্যাক্সফোর্স থাকবে,বন দপ্তরের এই ট্যাক্সফোরসের হাতে অত্যাধুনিক সেলফ লোডিং রাইফেল ( এস এল আর ) সহ নতুন গাড়ি, উচ্চ ক্ষমতাসম্পন্ন আলোর জন্য টর্চ, সহ নানান সরঞ্জাম প্রদান করার কাজ শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here