বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের! দীর্ঘ এক ঘন্টা যান চলাচল বন্ধ।

0
155

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন সাধারণ গ্রামবাসীরা। শনিবার সকালের এই ঘটনায় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের রান্টুয়া বাজার সংলগ্ন রাজ্য সড়ক। জানা গেছে, ব্লকের রান্টুয়া থেকে বাজনাগুড়ি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। রাস্তার সর্বত্র খানা খন্দে ভরা।তার উপর এই বর্ষা নামতেই পরিস্থিতি আরও জটিল হয়েছে।রান্টুয়া থেকে বাজনাগুড়ি যাওয়ার রাস্তা একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।তাই শনিবার সকালে এলাকার গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে রান্টুয়া মোড়ে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার সাধারণ মানুষ। অবরোধের জেরে প্রায় ঘন্টাখানেক যানজটের সৃষ্টি হয় রাস্তার উপর। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছান বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদী। তিনি এসে গ্রামের বাসিন্দাদের আশ্বাস দেন। গ্রামের বাসিন্দারা অবরোধ উঠিয়ে নেন। গ্রামের বাসিন্দা নীলকমল জানা, তাপস জানা, তন্ময় মরিয়াল’রা বলেন, ‘ওসি সাহবে আশ্বাস দিয়েছেন কয়েকদিনের মধ্যেই ১০০মিটার রাস্তা করে দেওয়ার এবং বাকি অংশ টা ঘুরে দেখে কিছুদিন পরেই সেটা করে দেওয়ার। যদি কিছু সুরাহা না হয় আগামী বুধবার আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here