নৃশংস ভাবে মা’কে খুন করলো গুনধর ছেলে।

আবদুল হাই, বাঁকুড়াঃ হাতুড়ি ও ছুরি দিয়ে মাথায় আঘাত করে নৃশংস ভাবে মাকে খুন করল গুণধর ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনার দু’নাম্বার অঞ্চলের চন্ডিদাস পল্লী এলাকায়। গতকাল রাত্রে ছাতনা থানা পুলিশ দরজা ভেঙ্গে মৃত বন্দনা মন্ডল ( ৫৫) এর নিথর দেহ উদ্ধার করে।

অন্যদিনের মতোই বিকেল ৫ টা নাগাদ ছাতনা বাজারে সাবান বিস্কুট ফেরি করতে বেরিয়েছিলেন বন্দনা দেবীর স্বামী স্বপন মন্ডল। রাত্রি আটটা নাগাদ বাড়ি ফিরে স্বপন বাবু দেখতে পান দরজা জানালা কপাট সব ভিতর থেকে বন্ধ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় স্বপনবাবু আত্মীয়দের নিয়ে ছাতনা থানায় আসেন এবং ছাতনা থানা পুলিশ চন্ডিদাস পল্লীর ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে নিথর দেহ উদ্ধার করে। ছাতনা থানায় স্বপনবাবু লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ছেলের ফাঁসির দাবি করেছেন বন্দনা দেবীর স্বামী। দেহটিকে প্রথমে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে আনা হয় এবং পরে আজ সকালে ময়নাতদন্তের জন্য দেহটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়। কি কারনে এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে ছাতনা থানা পুলিশ।অভিযুক্তকে আজ বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *