জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভোটের জমানো টাকা ধরা পড়েছে।তাই নতুন উপায়ে টাকা রোজগারের উপায়ে নতুন নতুন জেলা তৈরি করে লুঠ করবে টাকা। তৃণমূল সরককরের বিরুদ্ধে মন্তব্য করেন সুখবিলাস বর্মা। শিক্ষা নয় এই রাজ্যের সব জায়গায় চলছে দুর্নীতি।আর এই দুর্নিতি ঢাকতে চলছে চমক দেওয়া অনুষ্ঠান।এমনটাই মনে করছেন কংগেসের প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা ।তিনি বলেন পশ্চিমবঙ্গে নতুন কয়েকটি জেলা করা হয়েছে।আর সেই জেলাগুলোর মাধ্যমে লুঠ হবে টাকা। পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন এই তৃণমূল সরকারের আমলে শুধু চলছে লুঠ।
তৃণমূল সরকারের আমলে শুধু চলছে লুঠ : সুখবিলাস বর্মা।

Leave a Reply