সুভাষ উন্নয়ন পল্লী এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যশিবির ও খিচুড়ি প্রসাদ বিতরণ।

0
464

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বটতলা বানেশ্বর শিব মন্দির রেজকোসপাড়া কমিটির উদ্যোগে নাগ পঞ্চমী উপলক্ষে নয় নম্বর এলাকার সুভাষ উন্নয়ন পল্লীর এলাকায় কয়েক হাজার মানুষদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় ও বিনামূল্যে একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন হয়। চিকিৎসা করাতে ও খিচুড়ি নিতে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতন।