পাটচাষীদের নিয়ে উন্নত পদ্ধতিতে পাট পচানোর প্রযুক্তি প্রশিক্ষণ শিবির।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- কলকাতার এক কেন্দ্রীয় সংস্থা আই.সি এ আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার সংস্থার পক্ষ থেকে ও হবিবপুর ফারমার্স প্রোডিউসাস সহযোগিতায় পাটচাষীদের নিয়ে উন্নত পদ্ধতিতে পাট পচানোর প্রযুক্তি প্রশিক্ষণ শিবির।এই কর্মসূচী মধ্যে দিয়ে কি ভাবে কৃষকেরা দশ থেকে বারো দিনের মধ্যে পাট পচানোর সুবিধা পাবে এছাড়াও পাটের রং ঠিক থাকবে। কৃষকেরা দাম ঠিক পাবে, এক কর্মসূচি আয়োজন করা হয় যা আধুনিক উপায়ে পাট পচানোর পদ্ধতির প্রত্যক্ষ প্রদর্শন ও পাটের আধুনিকরণ লাভজনক এক কর্মসূচি আয়োজন করা হয় হবিবপুর ব্লকের চেচাঁইচন্ডী, দমদমা, চাঁদপুর, বক্সীনগর,সহ আটটি জায়গায় করা হচ্ছে প্রশিক্ষণ শিবির করা হছে। যা চলবে আগামী চার দিন। এই কর্মসূচিতে ওই এলাকার সকল পাট চাষীদের নিয়ে কিভাবে আধুনিক পদ্ধতির মাধ্যমে পাটকে পচানো যায়,পাটের গুনমান বেশি থাকে এবং লাভজনক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।এ বিষয়ে ঐ সংস্থার এক আধিকারিক ডঃ নীলিমেশ মৃধা জানান কিভাবে চাষিরা কম সময়ে পাট পচানো যায় ,নিনফেট সাথী পাউডারের মাধ্যমে কিভাবে উন্নত মানের পাট পচানো ও লাভজনক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।শিবিরের শেষে কৃষকদের হাতে পাঁচ কেজি করে নিনফেট সাথী পাউডার তাদের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *