উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর সভার প্রতিএলাকার নালা ও ড্রেনে ছাড়া হল ডেঙ্গু মশার লার্ভা খাদক গাপ্পি মাছ।

0
334

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ডেঙ্গু সংক্রমণের হাত থেকে পৌরবাসীকে রক্ষা করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর সভার প্রতিএলাকার নালা ও ড্রেনে ছাড়া হল ডেঙ্গু মশার লার্ভা খাদক গাপ্পি মাছ। বর্ষা এলেই মাথাচাড়া দেয় ডেঙ্গুর সংক্রমণ। বর্ষাকালে জমা জলে পৌর এলাকায় ডেঙ্গুর সংক্রমণ এর হার বৃদ্ধি পায়। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গু রোধে প্রচার শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বারবার জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে বাড়ি ও বাড়ির আশেপাশে কোন ভাবেই জল যাতে না জমে। ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা জলেই ডিম পাড়ে। দ্রুত বংশ বিস্তার করে। ডেঙ্গু বহনকারী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে আজ কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার নালা ও ড্রেনে ছাড়া হল গাপ্পি মাছ। কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পতি রাম নিবাস সাহা নিজে হাতে বিভিন্ন জায়গায় ড্রেনে গিয়ে এই মাছ ছাড়েন।এক সাক্ষাৎকারে পৌর পতি রাম নিবাস সাহা বলেন ,শহর কে ডেঙ্গু মুক্ত করতে আজ ৫৫ হাজার গাপ্পি মাছ ছাড়া হলে শহরের ১৭ টি ওয়ার্ডে। তিনি বলেন এর ফলে মশার উপদ্রব অনেকটাই কমে যাবে কালিয়াগঞ্জ শহরে।