বিজেপির রোডশো এ বাঁধা কমিশনের।বিনা কারণে গাড়ি আটকানো হয়েছে অভিযোগ দিলীপের।

0
12

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- নির্বাচনী প্রচার সারতে শুক্রবার দুপুরে বর্ধমান এক ব্লকের রায়ান এলাকায় রোডশো করেন বর্ধমান দূরগাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।রোডশো চলাকালীন হঠাৎই পুলিশের সহযোগিতায় রোডশো বন্ধ করেন নির্বাচন কমিশন।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে।সূত্র মারফত জানাযায় বেলা সারে বারোটা থেকে দেড়টা পর্যন্ত রায়ান এলাকায় রোডশো এর অনুমতি দেওয় হয়েছিল। সেখানে দেখাযায় সময় পেড়িযে গেলেও রোডশো চলে বিজেপির।
সময় পেরিয়ে যাওয়ার কারন দেখিয়ে বিজেপি রোডশো বন্ধ করেন নির্বাচন কমিশন। দিলীপের‌ রোডশো বন্ধ করার সময় নির্বাচন কমিশনের সাথে উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যেই আমরা ছিলাম বিনা কারণে গাড়ি আটকানো হয়েছে। এরপর বিকেল প্রায় চারটে নাগাদ বর্ধমান জেলা আদালতের বার এসোসিয়েশনে আসেন দিলীপ ঘোষ।সেখানে বেশ কিছুক্ষণ আইনজীবীদের সাথে নানা বিষয়ে আলাপচারিতায় করেন। এবং আইনজীবীরা কিছু সমস্যার বিষয় তুলে ধরেন বিজেপি প্রার্থীর কাছে।ভোটে জয়ী হলে তাদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন দিলীপ।বার এসোসিয়েশনের আইনজীবীদের দেওয়া ঠান্ডা ডাবের জলও পান করেন দিলীপ ঘোষ।