বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা।

0
171

রামকৃষ্ণ চক্রবর্তী, পূর্ব বর্ধমানঃ- ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। প্রতিবছর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে পালিত হয় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। বিগত দুবছর করনা মহামারীর জন্য ভার্চুয়ালি পালন করা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস। এবছর ২৯ আগস্ট কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর মতো ২৯শে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে রেকর্ড সংখ্যক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত হবেন বলেন আশাবাদী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সেই মর্মে রাজ্যের বিভিন্ন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে করা হচ্ছে প্রস্তুতি সভা। আজ বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্তের উদ্যোগে গোবিন্দপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। আজ এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক স্বরাজ ঘোষ, জেলা এসসি /ওবিসি সেলের সহ-সভাপতি সনৎ মন্ডল, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মোহাম্মদ হাবিব,বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্ত সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here