চা বাগানে এর পুরাতন ইউনিয়ন আজ জলপাইগুড়ি জেলার Nagrakata Block chowpoti more মিটিং ।

0
194

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– চা শ্রমিক সংগঠন TDPWU সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে উত্তর বঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা র চা বাগানে এর শ্রমিক নেতা দের মিলিত উদ্যোগে চা বাগানে এর পুরাতন ইউনিয়ন আজ জলপাইগুড়ি জেলার Nagrakata Block chowpoti more মিটিং হয়। সেন্ট্রাল কমিটির সভায় উপস্থিত সভাপতি মনোজ কর্গিদলি । সাধারন সম্পাদক স্বপন সরকার।ভাইস প্রেসিডেন্ট রাজু সাই। TIEWU, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। কিসেনা বারিক। সহ বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।। আজ কের মিটিং সিদ্বান্ত গ্রহীত হয় ,যে,1) 2021_2022 বোনাস 20% দিতে হবে।2) হাজিরা/বেতন 15% সরকারি সি্ধান্ত অনুসারে। সকল চা বাগানে জন্যে। 3) জোর করে সেন্ট্রাল কমিটির নির্দেশ ব্যাতিত চা বাগান বন্ধ করে আন্দোলন কর্মসূচি করা যাবেনা। 4) চা শ্রমিক দের বিভিন্ন দাবি সনদ DLC . AlC.ITPA.DBITA. TIPA. ও মালিক সমিতির কে চা শ্রমিক সংগঠন TDPWU. পক্ষে অতি সত্ত্বর প্রদান করা হবে। 5) PF.কে দপ্তর কে দাবী সনদ প্রদান করা হবে।। স্বপন সরকার ( সাধারণ সম্পাদক) TDPWU সেন্ট্রাল কমিটি। জলপাইগুড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here