উদ্বাস্তুদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হলো পূর্ব বর্ধমান জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার কাছে।

0
267

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সম্মিলিত কেন্দ্রীয় বাস্তহারা পরিষদের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে একগুচ্ছ শারকলিপি প্রদান করা হলো পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার কাছে। এদিন তারা মিছিল করে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে জড় হন এবং একত্রিত হয়ে তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। মূলত তাদের দাবিগুলি হলো, ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বীকৃত ৯৯৮ টি কলোনি এবং পরবর্তীকালে ৬৯৮ টি কলোনি ও অন্যান্য অনুমোদিত কলোনীর কেন্দ্র সরকারকে বাস্তু ও কৃষি কলোনী হিসেবে স্বীকৃতি দিতে হবে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পৃথক উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর চালু করতে হবে। সরকার স্বীকৃত সমস্ত অনুন্নত কলোনীর উন্নয়নের জন্য ১৯৯২ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত কলোনী উন্নয়নের গুচ্ছ প্রস্তাবের ১৭২৬.৫০ কোটি টাকা বর্তমান অর্থমূল্যে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এবং নদী ভাঙ্গনে যে সমস্ত কলোনী ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল কলোনী গুলিকে রক্ষাতে নদী ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এদিন তারা আরো একগুচ্ছ দাবি নিয়ে তাদের স্মারকলিপিটি তুলে দেন জেলা শাসকের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here