একটু বৃষ্টিতেই জল দাঁড়িয়েছে বাজারে , সমস্যায় পড়তে হচ্ছে দোকানদারদের।।।

0
341

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একটু বৃষ্টি হলেই বাজারে জমেছে জল । পায়রাডাঙ্গা প্রিতিনগর সোসাইটিতে প্রায় ৬০০ দোকানদার রয়েছে যেখানে একটু বৃষ্টিতেই সমস্যায় পড়তে হচ্ছে দোকানদারদের। সেই জমা জল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। সোসাইটির পক্ষ থেকে পরিষ্কার করা হয় না ।অভিযোগ দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এমনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দোকানদারদের । এই সমস্যার কথা বারংবার জানালেও কোন ব্যবস্থা নিচ্ছে না সোসাইটি। বাধ্য হয়েই পচা জলের মধ্যে দিয়েই দোকানই দের করতে হচ্ছে ব্যবসা। বাজারের মাছ ব্যবসায়ীরা বলেন মাছ বাজারটি নতুন করে নির্মাণ করা হবে বলে তাদের ব্যবসা করতে হচ্ছে ফুটপাতে , নতুন নির্মাণ তৈরি শুরু করলেও দীর্ঘ প্রায় আট মাস ধরে কাজ বন্ধ রয়েছে। যার ফলে মাছ ব্যবসায়ীদের পড়তে হচ্ছে সমস্যায় , তাদের দাবি অবিলম্বে নির্মাণ কাজ শুরু করুন । তাছাড়াও ব্যবসা দারদের দাবি প্রায় কুড়ি বছর হয়ে গেলও কোন নির্বাচন হয় না সোসাইটিতে । অবিলম্বে বাজারে জল নিষ্কাশনের ব্যবস্থা করুক সোসাইটি দাবি ব্যবসায়ীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here