ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ কলেজে বর্ধমানে।

0
184

পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বছরের মাঝখানে আচমকাই ফি বৃদ্ধির অভিযোগ উঠলো মঙ্গলবার বর্ধমান শহরের গোলাপবাগ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির কলেজের। বলা হয়েছিল যে পরিমাণ টাকা ফি হিসেবে নেওয়া হয়েছিল আগামী বছরগুলিতেও সেই পরিমাণ টাকা নেওয়া হবে।কিন্তু দ্বিতীয় বর্ষে ৫ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়, ঠিক সময় টাকা না দিতে পারলে ৫০০ টাকা ফাইন নেওয়া হবে বলেও দেওয়া হয় নোটিশ। এর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে এই বর্ধিত ফি মুকুব করতে হবে। এক ছাত্র শুভজিৎ মুখোপাধ্যায়ের দাবি, পরীক্ষার ফি হঠাৎ করে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে৷ এমনকি নোটিশ দিয়ে বলা হয়েছে, ৩১ অগাস্টের মধ্যে ফি না দিলে ৫০০ টাকা ফাইন দিতে হবে৷ এটা পুরোপুরি নিয়ম বর্হিভূত৷ কারণ UGC র নিয়ম অনুযায়ী, রানিং ইয়ারে ফি বাড়ানো যায় না৷ আমাদের দাবি, আগের ফি-ই নেওয়া হোক৷ বর্ধিত ফি আমরা কেউ দেব না৷ যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলনে বসে থাকব৷ দাবি মানা না হলে পথ অবরোধ করবো ’’ প্রিন্সিপাল তিন মাস ধরে কলেজে আসেন না বলেও অভিযোগ তাঁদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here