বৃষ্টির অনিয়মে চিন্তায় কৃষকরা।

0
1863

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টির অনিয়মে চিন্তায় কৃষকরা। হটাত করে বৃষ্টি তারপর আবার প্রচন্ড তাপ সমস্যায় কৃষকেরা । মাঠে রয়েছে কোপী, আর কোপী চাষে লাগে প্রচুর জল । বৃষ্টি অনিয়মে হওয়ার ফলে কোপী চাষে সমস্যায় কৃষকেরা । হটাত বৃষ্টির পরে হটাত করে প্রচণ্ড তাপ আর যার ফলে জমিতে শুকিয়ে যাচ্ছে কোপী চারা। আবার কিছু কোপী চারার জড়ে পোকা ধরতে শুরু করছে । হটাত বৃষ্টির ফলে জমিতে সার , বিষ দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি কৃষকদের। এই বছর কোপী চাষ করে লাভের থেকে ক্ষতির আশঙ্কায় করছে কৃষকেরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here