ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা।

0
262

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।যার ফলে সবজি চাষের পাশাপাশি সদ্য রোপন করা আমন ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নুনিয়াকুন্দরি এলাকায় ২৬ টি শুক্রবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে । কখনো রাস্তার উপর ,কখনো আবার মাঠে গিয়ে চাষ জমিতে তাণ্ডব চালায় হাতির দল। আবার কখনো হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। যার ফলে নানিয়া কুন্দরি গ্রাম জুড়ে হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে গ্রামবাসীরা হাতির তাণ্ডবের ফলে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। জরুরী কাজে গ্রামবাসীরা বাড়ির বাইরে বের হতে পারছেন না। ঘটনাস্থলে রয়েছে বনদপ্তরের কর্মীরা। কিন্তু হাতির দলকে বনদফতর এর কর্মীরা হুলা পার্টির সহযোগিতায় অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাতির দল ওই এলাকা থেকে সরছেনা । যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এছাড়াও ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, বালি ভাষা এলাকায় কুড়িটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এক দল হাতি ঢুকে পড়ে জোয়াল ভাঙা এলাকায়। হাতি গ্রামে ঢুকে পড়ায় গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন । এছাড়াও ঝাড়গ্রাম জেলার জামবনি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল ,বিনপুর লালগড় থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। যেভাবে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাতির দল গ্রামে এসে তান্ডব শুরু করেছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা। সদ্য রোপন করা আমন ধানের চাষ নষ্ট করে দিচ্ছে হাতির দল। সেই সঙ্গে সবজি চাষেরও ক্ষতি করছে হাতিগুলি। ফসলের ক্ষতির পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ির ও ক্ষতি করেছে হাতির দল। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যের পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। তা সত্ত্বেও ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here