বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের সংস্কৃতি লোকো মঞ্চে পালন করা হয় শিক্ষক দিবস।

0
143

নিজস্ব সংবাদদাতা, আজ ৫ই সেপ্টেম্বর:- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন। আজকের এই দিনটি গোটা দেশ ছুড়ে পালিত হয় শিক্ষক দিবস হিসাবে। মানুষ তৈরির কারিগর। একজন শিক্ষকই পারেন সমাজের সর্বস্তরে উন্নয়ন ঘটাতে। শিক্ষকরা শিক্ষার্থীদের চলার পথে পরামর্শ দেবেন যেমন তেমনি ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন। সেই মর্মে আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হচ্ছে মহা সমারোহে। আজ বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের সংস্কৃতি লোকো মঞ্চে পালন করা হয় শিক্ষক দিবস। বর্ধমান শহরের সমস্ত স্কুল ও কলেজের শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় বিধায়কের উদ্যোগে। আজ এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেব টুডু, বর্ধমান পৌরসভার পৌর প্রধান পরেশ চন্দ্র সরকার সহ বিশিষ্ট শিক্ষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here