পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার তৃনমূলের সর্বস্তরের কমিটি ঘোষণা করা হয়েছে। এরই মদ্ধ্যে ননন্দীগ্রাম ১ ব্লকের সভাপতি করা হয়েছে বাপ্পাদিত্য গর্গকে এবং নন্দীগ্রাম ২ ব্লকের সভাপতি করা হয়েছে অরুনাভ ভূঙ্যাকে। আর তাতেই ক্ষোভে ফুঁসছে নন্দীগ্রামের তৃনমূল নেতা কর্মীরা। রীতিমতো তারা গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের ও নন্দীগ্রাম বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ইলেকশন এজেন্ট সেক সুফিয়ান তিনি বলছেন তাদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। যার ফলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াতে ক্ষোভে ফুঁসছে নন্দীগ্রামের তৃণমূল কর্মীরা, এতে শুভেন্দু অধিকারীকে পঞ্চায়েত নির্বাচনের আগে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। যারা গত বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছে প্রাচীরের ওপাশে বসে রয়েছিল তাদেরকে আজকে পদ দেওয়া হল তারই বিরুদ্ধে ক্ষোভ কর্মীদের। রাজ্য নেতৃত্বের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে নন্দীগ্রামের এক ঝাঁক নেতৃত্ব ও কর্মীরা। তাদের তালে তাল মিলিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি, আর এই ঘটনা কি কেন্দ্র করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।
তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার রদ বদল হতেই কর্মীদের মধ্যে অস্থিরতার পরিস্থিতি, গন ইস্তফার হুঁশিয়ারি।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/09/20220906_144456.jpg)
Leave a Reply