রিলায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে বীরভূমের বিভিন্ন ব্লকে মাটি পরীক্ষা শিবির।

0
320

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- রিলায়েন্স ফাউন্ডেশন এবং IFFCO র উদ্যোগে বীরভূমের লাভপুর এবং সাঁইথিয়ার মোট পাঁচটি গ্রামে মাটি পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো 1st আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্তl মোট 494জন চাষী এই পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছিলেন এবং মোট 1161টি মাটি নিয়ে তারা এসেছিলেন মাটি পরীক্ষার জন্য। এখানকার চাষীভাইরা অনেকদিন ধরে মাটি পরীক্ষার জন্য চেষ্টা করছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন যে তাদের মাটির স্বাস্থ্য পরীক্ষা করার দরকার আছে । কিন্তু কোনভাবেই তা সম্ভব হয়ে উঠতে পারছিল না এবং তারা ধীরে ধীরে হতাশ হচ্ছিলেন কারণ তাদের ফসল এর ফলন কমে যাচ্ছিল। অবশেষে রিলায়েন্স ফাউন্ডেশন এর প্রতিনিধি মৃণালকান্তি মহাশয়ের সাথে তাদের পরিচয় হয় এবং তাকে উনারা তাদের সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যার কথা শুনে মৃণাল বাবু রিলায়েন্স ফাউন্ডেশন এর উচ্চ আধিকারিক দের জানান এবং রীতিমতো IFFCOর সাথে কথা বলে ভ্রাম্যমান মাটি পরীক্ষার গাড়ির আয়োজন করেন এবং 1st আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত সেই মাটি পরীক্ষার ভ্রাম্যমান গাড়ি বিভিন্ন গ্রামে গিয়ে মাটি পরীক্ষা করে , 150 টি মতো সয়েল হেলথ কার্ড চাষি ভাইদের হাতে তুলে দেন এবং যে মাটির বেঁচে থাকে সেটাকে গাড়িতে তুলে নেয়। আর রীতিমত যে মাটিগুলি বেঁচে থাকে সেগুলো এক মাস পরে পরীক্ষা করে সয়েল হেলথ কার্ড চাষি ভাইদের কে দিয়ে দেওয়া হবে এইরকম আশ্বাস দেন। প্রোগ্রামে উপস্থিত ছিলেন লাভপুর ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার শ্রী রাহুল ভট্টাচার্য মহাশয়,শ্রী ঝন্টু সিং মহাপাত্র মহাশয় IFFCO, সয়েল কেমিস্ট এবং বিজয় কুমার সাহা ও মৃণাল কান্তি মন্ডল মহাশয়, রিলায়েন্স ফাউন্ডেশন। এই মাটি পরীক্ষা শিবিরে মাটি পরীক্ষার সাথে সাথে মাটি পরীক্ষার উপকারিতা, কেন মাটি পরীক্ষা করা দরকার, মাটির স্যাম্পেল কেমন করে মাঠ থেকে উঠাতে হয় সেটা সম্পর্কেও আলোচনা করা। এবং তার সাথে রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার ১৮০০৪১৯৮৮০০ চাষী ভাইদের দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় এই নাম্বারে ফোন করলে চাষবাস, পশুপালন মাছ চাষ ,আবহাওয়া সম্পর্কে জানতে পারবে সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত খোলা থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here