ড্রাগ কন্ট্রোলের অভিযানের আগেই বন্ধ ছিল বেশিরভাগ দোকান,তাহলে কি এর নেপথ্যে অন্য কোনো কারণ,উত্তর খুঁজছেন ড্রাগ কন্ট্রোল।

0
170

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্তাশ্রম বাজারের ঔষধের দোকান গুলিতে হঠাৎ হানা দেয় ড্রাগ কট্রোলের আধিকারিকেরা। ঠিক কি কারনে এই হানা সেই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, ঔষধের গুনগত মান এবং ড্রাগ লাইসেন্স ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার জন্যই আসা। কিন্তু দেখা গেল ঐ এলাকার কয়েকটা ঔষধ দোকান ছাড়া সব দোকানই বন্ধ, তাহলে ড্রাগ কট্রোলের এই অভিযান সম্পর্কে আগে থেকে অবগত ছিল তারা উঠেছে প্রশ্ন। যদি সব কিছু বৈধ নথিপত্র থাকে তাহলে কেন এই এড়িয়ে যাওয়া। ঔষধ মানুষের জীবনদায়ী একটা উপাদান সেই উপাদানের গুনগত মান ঠিক রাখার জন্য জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় পশ্চিমবঙ্গ সরকারের ড্রাগ কট্রোল দপ্তর কিন্তু এক্ষেত্রে অভিযানের ঝামেলা এড়াতে কেন বন্ধ রাখা হলো দোকান গুলো।? যেকটা দোকান খোলছিল তাদের সব কিছু বৈধতা ছিল বলেই জানান আধিকারিকের।

ড্রাগ কন্ট্রোলের এক আধিকারিক জানান, আজকে যে সমস্ত দোকান গুলি বন্ধ পেলাম নিয়ম অনুযায়ী তাদেরকে নোটিশ দিয়ে অফিসে ডাকা হবে আর তারা অভিযানের বিষয়টি আগে থেকে খবর পেয়ে তারা দোকানবন্ধ রাখছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ, তাদের এই অভিযান লাগাতার চলবে বলেও জানান ঐ আধিকারিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here