যথাযথ মর্যাদার সাথে মনিষী পঞ্চানন বর্মার ৮৭ তম জন্ম দিবস পালিত হল মাথাভাঙায়।

0
185

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: যথাযথ মর্যাদার সাথে মনিষী পঞ্চানন বর্মার ৮৭ তম তিরোধান দিবস পালিত হল মাথাভাঙা মহকুমার বিভিন্ন এলাকায়। এদিন মাথাভাঙা শহরের স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে বাল্য দান করেন মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা, পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা। এই দিন পৌরসভার ব্যবস্থাপনায় মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড় থেকে ডাক বাংলো পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় মনিষী পঞ্চানন বর্মার নামে। এদিন পঞ্চানন সরণীর নামকরণের ফলোক উন্মোচন করেন মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা।
পাশাপাশি পচাগর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সম্মুখে পঞ্চানন মোড় আদর্শ রক্ষা সমিতির উদ্যোগে মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চানন গবেষক গিরীন্দ্রনাথ বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান উদয় সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য নিরঞ্জন বর্মন, জয়ন্ত রায়, আদর্শ রক্ষা সমিতির সম্পাদক কানু বর্মন সহ অন্যান্যরা। এদিন মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন স্থানে বিশেষ করে ফুলবাড়ী, নিশিগঞ্জ হাইস্কুল, চেনাকাটা, মনিষী পঞ্চানন বর্মার জন্মভিটা শীতলকুচির খলিসামারিতে এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, বিশিষ্ট পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য অতিথিবর্গরা। পঞ্চানন বর্মা তিরোধান দিবস উপলক্ষে নানা স্থানে প্রতিযোগিতা মূলক সাংস্ক্রিতিক অনুষ্ঠান সহ পঞ্চানন বর্মা বিষয়ে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here