সাঁকরাইল ব্লকের চুনপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনায় ১১ টি গরুর মৃত্যু, আহত তিনটি গরু এলাকা জুড়ে চাঞ্চল্য।

0
276

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের চুনপাড়া এলাকায় শুক্রবার বিকালে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় যে মাঠ থেকে যখন গরুগুলি বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় আচমকা গরুর পালের উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই বজ্রপাতের ঘটনায় ১১ টি গরুর মৃত্যু হয় এবং আহত হয় তিনটি গরু। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত তিনটি গরুর চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। তবে ওই গরুর পালের সাথে কেউ না থাকায় প্রান হানির ঘটনা ঘটেনি। তবে রীতিমতো ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয় টি সাঁকরাইল ব্লক প্রশাসনকে জানানো হয় । শুক্রবার বিকালে সাঁকরাইল ব্লক জুড়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে।একসঙ্গে ১১ টি গরুর বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে চুনপাড়া এলাকা জুড়ে। যাদের গরুগুলি মারা গেছে তারাও কার্যত একেবারে হতাশ হয়ে পড়েছেন । এরকম ঘটনা আগে কোনদিন ঘটেনি বলে এলাকার বাসিন্দারা জানান। যাদের গরুগুলি মারা গেছে তাদের পরিবারগুলিকে যদি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে কিছু সাহায্য করে তাহলে ওই পরিবার গুলি বিশেষভাবে উপকৃত হবেন বলে চুনপাড়া গ্রামের গ্রামবাসীরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here