আইন অমান্য কর্মসূচির নামে সিপিআইএম কর্মীদের তান্ডব লীলার প্রতিবাদ জানিয়ে কার্যত পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।

0
275

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গত ৩১ শে আগস্ট ছিল সিপিআইএমের আইন অমান্য আইন অমান্য কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আইন অমান্য কর্মসূচির নামে কার্যত কার্জন গেট চত্বরে তান্ডব চালিয়েছিলেন সিপিআইএমের কর্মীরা। ভেঙে ফেলা হয়েছিল বিশ্ব বাংলা লোগো, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার ও কার্জন গেট চত্বরে অবস্থিত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিধায়ক কার্যালয়। এই আইন অমান্য কর্মসূচি নিয়ে শোড়গোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আইন অমান্য কর্মসূচির নামে সিপিআইএম কর্মীদের এই তান্ডব লীলার প্রতিবাদ জানিয়ে কার্যত পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেই মর্মে আজ সি পি আই এম এর হিংসার বিরুদ্ধে এবং বর্ধমান শহরে, শান্তি উন্নয়ন ও সৌন্দর্যায়নে আক্রমণের বিরুদ্ধে বর্ধমান শহর বিদ্ধজন বৃন্দের উদ্যোগে কার্জন গেট চত্বরে অবস্থান-বিক্ষোভের আয়োজন করা হয়। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বর্ধমান শহরের কাউন্সিলর গন ও বর্ধমান শহরের গুণী বিদ্বজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here