বিশ্বকর্মা প্রতিমা এ বছর ভালই বিক্রি হচ্ছে জানালেন মৃৎশিল্পী বিষ্ণুপদ মাইতি।

0
335

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বিশ্বকর্মা প্রতিমা এ বছর ভালই বিক্রি হচ্ছে জানালেন মৃৎশিল্পী বিষ্ণুপদ মাইতি । রাত পোহালে বিশ্বকর্মা পুজো প্রতিমা তৈরির প্রস্তুতি শেষ পর্যায়ে জানালেন প্রতিমা শিল্পী বিষ্ণুপদ মাইতি। গত দু’বছর করোনা চলাকালীন বিভিন্ন জায়গায় তেমনভাবে বিশ্বকর্মা পূজা না হওয়ায় প্রতিমা বিক্রির ভাটা পড়েছিল এই মৃৎশিল্পীর অঙ্গনে। এবছর করোনা উপদ্রব না থাকায় বাজার ভালোই যাচ্ছে এমনই জানালেন মৃৎশিল্পী। সাঁকরাইল থানার অন্তর্গত দক্ষিণ সাঁকরাইল জংশন এলাকায় দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এই প্রতিমা তৈরি ব্যবসা করছেন। মৃৎ শিল্পী হিসাবে ভালো নামই আছেন এলাকা। তিনি চিন্তিত ঠাকুর তৈরীর সরঞ্জাম এতই দাম বেড়ে যাওয়ায় ঠাকুরের দাম বাড়াতে তিনি বাধ্য হচ্ছেন। নয় নয় করে এ বছর তিনি ৪০টি ঠাকুর তৈরি করেছেন। এই ৪০টি ঠাকুরের প্রায় বায়না হয়ে গেছে জানালেন মৃৎশিল্পী বিষ্ণু মাইতি?। তিনি আশাবাদী বিশ্বকর্মার কৃপায় এ বছর সবারই ভালো যাবে। কলকারখানায় নতুন কাজে দিশা দেখাবে এবং সবার মঙ্গল হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here