কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও ১০০ দিনের কাজের মজুরির দাবিতে চন্দ্রিতে তৃণমূল যুব কংগ্রেসের পদযাত্রা ও প্রতিবাদ সভা।

0
140

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী অঞ্চলের নয়া গ্রামে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার কেন্দ্রীয় সরকারের ব্যার্থতার প্রতিবাদে পদযাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি হেমন্ত মাহাতো ও সহ সভাপতি নির্মাল্য গিরি ও অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শম্ভু মহাপাত্র সহ যুব তৃনমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। পদযাত্রা শেষে প্রতিবাদ সভায় গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বলেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বাড়ছে । সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন। তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সর্বস্তরের মানুষকে তিনি রাস্তায় নেমে আন্দোলনের সামিল হওয়া আহ্বান জানান । সেই সঙ্গে বিধায়ক ডাক্তার আরো বলেন যে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের মুজুরির টাকা দিচ্ছে না। যার ফলে সমস্যায় পড়েছেন ১০০ দিন প্রকল্পে কাজ করার শ্রমিকরা। তাই ১০০ দিন প্রকল্পের কাজের টাকা দ্রুত দেওয়ার জন্য তিনি দাবি জানান। সেই সঙ্গে তিনি বলেন বাংলার উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করছেন। ঝাড়গ্রাম জেলার উন্নয়নকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই ঝাড়গ্রামের শান্তি ও উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখার জন্য সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান । সেইসঙ্গে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে উৎখাত করারও তিনি ডাক দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here