সদাইপুর থানা এলাকার দুর্গা পুজো কমিটি গুলোকে চেক প্রদান।

0
286

সেখ ওলি মহম্মদ, সদাইপুরঃ- বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। কিন্তু এই তেরো পার্বণের মধ্যে অন্যতম হল বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দিনটার জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালীরা। বিগত দু’বছর করোনা অতিমারীর জন্য পুজো জাঁকজমক পূর্ণ ভাবে না হলেও আনন্দ করে কাটিয়েছে বাঙালিরা। তারপর আবার রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া আর্থিক অনুদান। বিগত কয়েক বছর ধরে দুর্গা পুজো কমিটি গুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। তাই এ বছরও সরকার প্রতিটি দুর্গা পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দিয়েছে। কিন্তু এবারে ৫০ হাজার টাকা নয়, এবারে আরও দশ হাজার টাকা বাড়িয়ে ৬০ হাজার টাকা দেওয়ার ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলেও ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তাই আজ বীরভূম জেলার সদাইপুর থানার পক্ষ থেকে এই থানা এলাকার ৩৯টি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে চেক প্রদান করা হল। এদিন বক্রেশ্বর সোনাঝুরি কমিউনিটি হলে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি মিকাইল মিঞা, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মণ্ডল, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, সিউড়ি ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুবোধ কুমার মণ্ডল, চিনপাই গ্রাম পঞ্চায়েত প্রধান বিপদতারন ডোম, ভূরকোনা গ্রাম পঞ্চায়েত প্রধান রেখা বাগ্দী সহ দমকল বিভাগ ও বিদ্যুৎ বিভাগের আধিকারিক সহ আরোও অনেকে। সদাইপুর থানার পক্ষ থেকে জানানো হয়, যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুজোয় এবার ডিজে বক্স বাজানো যাবে না। তাই আদালতের এই নির্দেশ মেনে চলতে হবে। তাছাড়াও প্রতিটি পুজো কমিটিগুলোকে থানার সাথে একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। পুজো সংক্রান্ত কোনো জরুরি বার্তা এলে এই গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ কেন্দ্রের পক্ষ থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here