ছাত্রছাত্রীদের নিয়ে শিশু সংসদ নির্বাচন প্রক্রিয়া।

0
241

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুরঃ- ভারতীয় গণতন্ত্রে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া একটি অন্যতম বৈশিষ্ট্য। ভারতীয় সংসদ বা রাজ্য বিধানসভার অধিবেশনের কর্মকাণ্ড নিয়ে সচেতন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্তরে যুব সংসদ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু প্রাথমিক স্তরে রয়েছে শিশু সংসদ নির্বাচন প্রক্রিয়া। বীরভূম জেলার বিভিন্ন বিদ্যালয়ে চলছে নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচী। তাই নির্মল বিদ্যালয় পাক্ষিক কর্মসূচীর অঙ্গ হিসেবে আজ দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে হয়ে গেল শিশু সংসদ নির্বাচন। এখানে ছাত্রছাত্রীরা ব্যালটের মাধ্যমে গোপন নির্বাচন পদ্ধতির মধ্য দিয়েই প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, খাদ্যমন্ত্রী নির্বাচন করে তা নজিরবিহীন। পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এই নির্বাচনে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়ব্রত ওঝা জানান, গণতান্ত্রিক রীতি মেনে পড়ুয়ারা শিশু সংসদ প্রতিযোগিতার নির্বাচনে অংশ গ্রহণ করে ও গোপন ব্যালটের মাধ্যমে ভোট দান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here