পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেললাইন ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে কুড়মি সামাজিক সংগঠন গুলি ।

0
272

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতাঃ- সময় যত গড়াচ্ছে বেগতিক হয়ে যাচ্ছে কুড়মি সমাজের অবরোধ কর্মসূচি । পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেললাইন ও ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে কুড়মি সামাজিক সংগঠন গুলি । সেই অবরোধের প্রায় ৬০ ঘণ্টা পেরিয়ে গেছে । অবরোধের মূল দাবি কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে স্বীকৃতি এবং সারনা ধর্মের স্বীকৃতি দাবি করা হয়েছে । এই তিন দাবিতে কুড়মি সমাজে অবরোধ কর্মসূচি জারি রয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর হঠাৎ করে ছয় নম্বর জাতীয় সড়ক থেকে ঝাড়গ্রাম ঢোকার যে পাঁচ নাম্বার রাজ্য সড়ক সেই ৫ নম্বর রাজ্য সড়কে লোধশুলীর মোড়ে অবরোধ শুরু করে কুড়মি সমাজ । অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে প্রায় তিন দিন ধরে টাটা খড়গপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । কলকাতা মুম্বাই ছয় নম্বর জাতীয় সড়ক তিনদিন ধরে বন্ধ করে রয়েছে । জাতীয় সড়কের দুপাশে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী লরি । নষ্ট হচ্ছে তাদের কাঁচামাল । আন্দোলন তোলার জন্য আন্দোলনকারীদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ২ জেলারি প্রশাসন কথাবার্তা চালিয়ে যাচ্ছে । কিন্তু কুড়মি সমাজের নেতৃত্বরা কোনমতেই তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত অবরোধ তুলতে নারাজ । অবরোধের তিন দিনের মাথায় এই অবরোধের আঁচ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে। আদিবাসী নাগাচারিক কুড়মি সমাজের নেতা অনুপ মাহাতো বলেন, “আমাদের দাবি না মানায় এই অবরোধের আঁচ চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে । রেললাইন ও জাতীয় সড়কের পর এবার আমরা রাজ্য সড়ক ও প্রতিটি রাস্তা অবরোধ করতে শুরু করেছি । কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ জঙ্গলমহল স্তব্ধ হয়ে যাবে। আমাদের দাবি না মানলে আগামীকাল থেকে এই এলাকার জনপ্রতিনিধি এমএলএ, এমপিদের বাড়ি ঘেরাও করা হবে” । অপরদিকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো বলেন, “আমরা আজ তিনদিন ধরে অবরোধ করছি আমাদের দাবি মেটানোর কোন পদক্ষেপ নিচ্ছে না সরকার । আগামী দিনে জঙ্গলমহল কেন পুরো ছোটনাগপুর এলাকা অবরুদ্ধ হয়ে যাবে ” ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here