নদীয়ার শিল্পীর শিল্প কলায় মুগ ডালে ওপর মাটি দিয়ে ৯ মিলিমিটার মা দূর্গা।

0
156

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার প্রতাপ নগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। পেশায় অংকন শিক্ষক। ছোট বেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠ। তার বাবা ছিলেন একজন বেতার শিল্পী। ছোট থেকেছি ভিন্ন ও বিকল্প শিল্প ভাবনা তারা করে বেড়াতো তাকে।

প্রতি সময় চেয়েছেন নিজের উদ্যম ইচ্ছে শক্তি ও শিল্প কলায় নতুন কিছু করার। অতিতে তিনি সিমেন্ট এর বহু মনিষী দের মূর্তী তৈরী করেছেন। এরই পাশাপাশি গত দুবছর করোনা আবহেও তার শিল্প কলায় বাধ সাধতে পারে নি বলে তিনি জানায়। গত বছর করোনা আবহেও তিনি একটি চালের ওপর মা দূর্গার তৈরী করেছিলেন, যার নাম দিয়েছিলেন করোনা অসুর বধ। এ বচর দূর্গা পুজোকে সামনে রেখে দীর্ঘ প্রায় এক মাস ধরে নিরলস প্রচেষ্ঠায় নিজের শিল্প কলার মাধ্যমে একটি মুগ ডালের ওপর মাটি, দিয়ে ৯ মিলি মিটার মা দূর্গার মূর্তি গড়ে ফের তাক লাগিয়ে ছেন তিনি।

তিনি আরও বলেন সব সময় নতুন কিছু করার নেশা তারা করে বেরায়, তার থেকেই তার এই প্রচেষ্টা।

আগামী দিনে আরও এমন ভিন্ন ভাবনায় নতুন কিছু করার লক্ষেই এগিয়ে চলছেন বলেও তিনি বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here