শহীদ রাজেশ ওরাঙ-এর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্ণামেন্ট দুবরাজপুরে।

0
410

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:-বীরভূমের বীর সন্তান শহীদ রাজেশ ওরাঙ এর স্মৃতির উদ্দেশ্যে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের পরিচালনায় দুদিন ব্যাপী ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে দুবরাজপুর রঞ্জনবাজার স্টেডিয়ামে। এই খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছে। এদিন ফিতে কেটে খেলার সূচনা করলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনমালী ঘোষ, শহিদ রাজেশ ওরাঙ এর পিতা সুভাষ ওরাঙ, শিক্ষক তথা বিশিষ্ট খেলোয়াড় শান্তি গোপ ক্লাবের সদস্য বীরেন ওরাঙ সহ ফুটবল প্রেমী মানুষজন। এই খেলায় বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১২ হাজার টাকা এবং বিজীত দলকে ট্রফি সহ নগদ ৯ হাজার টাকা এবং দেওয়া হবে। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, খেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ বাড়ে। গতবারেও এই ক্লাব ফুটবল টুর্নামেন্ট করেছিল। খুব ভালো লাগছে যে নেশাগ্রস্তদের খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এই টুর্ণামেন্টের আয়োজন করেছে৷ অন্যদিকে রঞ্জনবাজার আদিবাসী মিলন সংঘের সদস্য তথা শহিদ রাজেশ ওরাঙ এর ভাই বীরেন ওরাঙ জানান, বর্তমান সমাজে যুব সমাজ নেশার দিকে এগিয়ে যাচ্ছে। তাই তাদের খেলার মধ্য দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here