ঝাড়গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের যুব সংগঠনের প্রাক্তন ব্লক সহ সভাপতির বিরুদ্ধে!

0
219

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম : – এবার তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ছেড়ার অভিযোগ উঠল তৃণমূলের যুব সংগঠনের প্রাক্তন ব্লক সহ সভাপতির বিরুদ্ধে । ঘটনাটি ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ঘটনা । দলীয় পতাকা ছেড়ার প্রতিবাদে সোমবার কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । অভিযোগ, গত ১৯ শে সেপ্টেম্বর কলেজের নবীন বরণের অনুষ্ঠান ছিল । নবীন বরণের অনুষ্ঠানের দিন ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের প্রাক্তন তৃণমূলের যুব সহ সভাপতি কৌশিক মাহাতো ও সুনীল মাহাতো কলেজ চত্বরের তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ছিড়ে ফেলে । জোরপূর্ব কলেজের মেন গেটও ভেঙে দেওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে । তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের সভাপতি রুম্পা রানা মানিকপাড়া ব্রিট হাউস পুলিশ ফাঁড়িতে কৌশিক মাহাতো ও সুনীল মাহাতো দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় । দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু কে লিখিতভাবে জানায় তৃণমূল ছাত্র পরিষদ । ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শেখ নজরুল বলেন ,” নবীন বরণের দিন মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় ঝাড়গ্রাম ব্লকের প্রাক্তন তৃণমূলের যুব সহ সভাপতি কৌশিক মাহাতো ও সুনীল মাহাতো তাদের নেতৃত্বে বেশ কিছু মধ্য যুবক তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ছিড়ে ফেলে এবং কলেজের মেইন গেটটি ভেঙে ফেলে । বিষয়টি ইতিমধ্যেই আমরা মানিকপাড়া বিট হাউসে লিখিত ভাবে জানিয়েছি । এবং দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা সভাপতি দুলাল মুর্মু কে বিষয়টা লিখিতভাবে জানানো হয়েছে” ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here