পুজো কার্নিভাল নিয়ে সোমবার একটি প্রশাসনিক বৈঠক করা হল জলপাইগুড়ি‌তে।

0
205

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পুজো কার্নিভাল নিয়ে সোমবার একটি প্রশাসনিক বৈঠক করা হল জলপাইগুড়ি‌তে।
এই সভা‌র মধ্য দিয়ে জলপাইগুড়ি‌র বিভিন্ন পুজো কমিটির সদস্য‌দের সঙ্গে পুজো কার্নিভাল আয়োজনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।।

পুরসভার প্রয়াস হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি‌র জেলাশাসক, জেলা পুলিশ সুপার, পুরসভার চেয়ারপার্সন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক‌রা। আগামী ৭ অক্টোবর পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি শহরে। কার্নিভালে অংশ নিতে দেখা যাবে শহরের বিভিন্ন পুজো কমিটি‌গুলো‌কে। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গেছে কার্নিভালে অংশগ্রহণ করা পুজো‌ কমিটিগুলো তাদের প্রতিমা নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা করবে। মোট ৩.৮ কিলোমিটার রাস্তায় হবে এই শোভাযাত্রা। কার্নিভালে অংশগ্রহণের জন্য কমিটি‌গুলো‌কে কি কি নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে তা জানানো হয় এদিন। এই বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক‌রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here