গয়েশপুর মঙ্গল সমিতির পাখিরালয় থিম গড়ে তোলা হচ্ছে এবারের পুজো মন্ডপে।

0
253

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৭ সেপ্টেম্বর: পুজোর থিম এবার “পাখিরাল”। পরিবেশ বাঁচানোর রক্ষার্থে পাখিদের গুরুত্ব কতটা রয়েছে সেটি এবার তুলে ধরছে মালদা শহরের গয়েশপুর মঙ্গল সমিতির পুজো কমিটির সদস্যরা। পুজা উদ্যোক্তাদের বক্তব্য , মোবাইল টাওয়ারে জেরে পাখিদের সংখ্যা কমছে। পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে পাখিদের বাঁচানো তাদের প্রজনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি যদি শেষ হয়ে যায়, তাহলে প্রকৃতি কেও বাঁচানো যাবে না । সেই জন্যই এবার মঙ্গল সমিতির পূজা প্যান্ডেলে পাখিরালয় থিম গড়ে তুলেই মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার উদ্যোগ নিয়েছে পুজো উদ্যোক্তারা।
উল্লেখ্য, মালদা শহরের মনস্কামনা রোডের এক পাশেই রাস্তা ধরে চলে গিয়েছে গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাব। এবারে তাদের পুজোর ৫৭ তম বর্ষ। পুজো মণ্ডপ জুড়েই থাকবে বিভিন্ন প্রজাতির রকমারি ঝাকে ঝাকে পাখি। তার জন্য পাখিদের বাসা ও তৈরি করা হচ্ছে পুজো মন্ডপে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাবে , যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াবে বলেও দাবি করেছেন পুজো কমিটির সদস্যদের। যদিও এবারে পুজোর সাবেকি প্রতিমাই থাকছে মণ্ডপে। কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পাখিরালয় তৈরি করে এবার মানুষের কাছে এক অভিনব সচেতনতা বার্তা দিতে চলেছে মঙ্গল সমিতির পূজা উদ্যোক্তারা।
গয়েশপুর মঙ্গল সমিতির পুজো কমিটির সম্পাদক প্রণব দাস জানিয়েছেন এবারের পূজোয় সমাজ বন্ধুদের পুরস্কৃত করার পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সহযোগিতা করা হবে। এর পাশাপাশি দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। তবে এবারের থিম রয়েছে পাখিরালয় । অর্থাৎ পাখির বাসা এবং পাখির প্রজনন বৃদ্ধি কিভাবে বাড়ানো সম্ভব, সে বিষয়ে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে । প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পাখিদের টিকিয়ে রাখা অত্যন্ত জরুরী। কিন্তু আজকের দিনে মোবাইল টাওয়ারের জেরে বহু পাখি বিলুপ্তির পথে। সমাজ সচেতনতার ক্ষেত্রে এভাবেই আমরা পুজো মন্ডপে পাখিরালয় গড়ে তুলেই মানুষকে সচেতনতার বার্তা দিতে চলেছি।

ছবি ———— গয়েশপুর মঙ্গল সমিতির পাখিরালয় থিম গড়ে তোলা হচ্ছে এবারের পুজো মন্ডপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here